কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৩২৪টি সংস্থা ঋণ খেলাপি ঘোষণার জন্য আবেদন করেছে

Posted On: 16 MAR 2021 5:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২১
 
ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল (এনসিএলটি) থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০১৮ সালে ১৪৯টি, ২০১৯ সালে ১০৩টি এবং ২০২০ সালে ৭২টি সংস্থা অর্থাৎ, তিন বছরে ৩২৪টি সংস্থা ঋণ খেলাপি ঘোষণার জন্য আবেদন করেছে।  
 
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। 
 
এনসিএলটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঋণ খেলাপি কোডের আওতায় ২০১৮ সালে ৮,৩৩০, ২০১৯ সালে ১২,০৯১ এবং ২০২০ সালে ৫,২৮২টি সংস্থা এই আবেদন জমা দেয়। এর থেকে এটা স্পষ্ট গত তিন বছরে আবেদনের সংখ্যা বৃদ্ধি পায়নি। 
 
২০১৩ সালের কোম্পানি আইন অনুসারে কোনও অর্থবর্ষ শেষ হলে ছয় মাসের মধ্যে সংস্থাগুলিকে বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে হবে। এরপর আর্থিক বিবৃতি তৈরি বাঞ্ছনীয়। অর্থাৎ, এ বছরে এখনও এই বৈঠক আয়োজন করার সময় রয়েছে। 
 
***
 
 
 
CG/CB/DM


(Release ID: 1705301) Visitor Counter : 79


Read this release in: Marathi , Urdu , English