অর্থমন্ত্রক

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলির জন্য আপৎকালীন পরিস্থিতিতে মূলধন নিশ্চয়তা প্রকল্পের ভূমিকা

Posted On: 16 MAR 2021 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২১
 
ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড (এনসিজিটিসি) সূত্রে জানা গেছে, ২৮শে ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী আপৎকালীন মূলধন নিশ্চয়তা প্রকল্প থেকে ২ লক্ষ ৪৬ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জন্য ২ লক্ষ ১৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। ৯২ লক্ষ ২৭ হাজার ঋণগ্রহীতা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। 
 
মন্ত্রী আরও জানিয়েছেন, ৮৭ লক্ষ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা এই প্রকল্প থেকে ঋণ নিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, এনসিজিটিসি এই প্রকল্পে সমস্ত যোগ্য ঋণ গ্রহীতাদের ঋণ দেওয়া শুরু করেছে। এর জন্য কোনও অভাব-অভিযোগ থাকলে এমএলআই-তে সেটি জানানো যেতে পারে। এই অভাব-অভিযোগ দায়ের করার জন্য একটি পোর্টাল তৈরি হয়েছে। এর পাশাপাশি, একটি ই-মেল ঠিকানাও দেওয়া আছে যেখানে অভিযোগ দায়ের করা যাবে। মানুষের কাছে পৌঁছনোর জন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়মিত এ বিষয়ে আলোচনা চলছে। 
 
***
 
 
 
CG/CB/DM


(Release ID: 1705300) Visitor Counter : 93


Read this release in: English , Urdu