ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ভারতীয় খাদ্য নিগম শস্য ভান্ডারগুলির পরিস্থিতি খতিয়ে দেখে সেগুলির ধারণ ক্ষমতা অনুযায়ী সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে
Posted On:
16 MAR 2021 2:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২১
ভারতীয় খাদ্য নিগম (এফসিআই) নিয়মিতভাবে শস্য ভান্ডারগুলির পরিস্থিতি খতিয়ে দেখে সেগুলির ধারণ ক্ষমতা অনুযায়ী মেরামত ও সংস্কারের কাজ শুরু করে থাকে। লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রী দানভে রাওসাহেব দাদারাও। তিনি আরও বলেন, সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের কোনও মজুতভান্ডার জরাজীর্ণ নয়। অবশ্য, ৪১ হাজার ৩০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন মজুতভান্ডারের মানোন্নয়নে সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনকি, জরাজীর্ণ গুদামগুলির পরিবর্তে প্রচলিত ভান্ডার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
মজুতভান্ডারগুলির মানোন্নয়ন ও আধুনিকীকরণে সরকার একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় সারা দেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইস্পাত নির্মিত শস্য ভান্ডার গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই ৩০ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন শস্য ভান্ডার গড়ে তোলার বরাত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৮ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন শস্য ভান্ডার গড়ে তোলার কাজ শেষ হয়েছে এবং বাকি শস্য ভান্ডার গড়ে তোলার কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।
বর্তমানে চালু শস্য ভান্ডারগুলি আধুনিকীকরণের কাজে কালার কোটেড প্রোফাইল সিট, সিমেন্ট কংক্রিট রোড এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশন শস্যাগারগুলির নিয়মিত সংস্কার, রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নের কাজ করে থাকে। মানোন্নয়নের কাজে কর্পোরেশন অ্যাসবেস্টর্স সীটের পরিবর্তে গালভালিউম সীট, আলোকিতকরণের জন্য ট্রান্সলুসেন্ট সীট, টুরবো ভেন্টিলেটর্স সিমেন্ট রোড প্রভৃতি ব্যবহার করে বলেও প্রতিমন্ত্রী জানান।
***
CG/BD/SB
(Release ID: 1705193)
Visitor Counter : 130