আয়ুষ
জাতীয় আয়ুষ মিশন
Posted On:
15 MAR 2021 3:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মার্চ, ২০২১
ভারত সরকার হোমিওপ্যাথি সহ আয়ুষ চিকিৎসা পদ্ধতির বিকাশ ও প্রসারের লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে জাতীয় আয়ুষ মিশন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানী, সিদ্ধা এবং হোমিওপ্যাথি চিকিৎসার বিকাশের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
করোনা জনিত পরিস্থিতিতে আয়ুষ মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে আয়ুষের পরিষেবা ব্যাপকহারে বৃদ্ধি করেছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিতেও আয়ুষের সুবিধা মিলছে।
স্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়নের জন্য আয়ুষ গ্রাম গড়ে তোলা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে আয়ুষ সংক্রান্ত অনুষ্ঠান করার ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় আয়ুষ মিশনের উদ্দেশ্যই হচ্ছে-
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার এবং জেলা হাসপাতাল গুলোতে আয়ুষ চিকিৎসা পরিষেবার সুযোগ করে দেওয়া।
আয়ুষ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা।
৫০ টি শয্যা বিশিষ্ট ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল তৈরি করা।
যে রাজ্যে এখনও আয়ুষ তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সেখানে আয়ুষ এর চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা।
আয়ুশের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিগুলিকে শক্তিশালী করা।
মেডিসিনাল বা ঔষধি গাছের চাষ ত্বরান্বিত করা।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (আয়ুর্বেদ, যোগ, ও ন্যাচারোপ্যাথি, ইউনানী, সিদ্ধ ও হোমিওপ্যাথি) শ্রী কিরেন রিজিযু এই তথ্য জানিয়েছেন।
***
CG/SB
(Release ID: 1704996)
Visitor Counter : 288