কয়লামন্ত্রক

প্রতি বছর কয়লা উৎপাদনে ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জনে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে

Posted On: 15 MAR 2021 3:51PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৫ মার্চ, ২০২১
 
কয়লা উৎপাদন ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর জন্য সরকার এক জানলা ছাড়পত্র ব্যবস্থাপনার সূচনা করেছে। খনি পরিকল্পনার অনুমোদন ও সেই সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশগুলিকে সহজ করা হয়েছে। কয়লার বাণিজ্যিক বিক্রির জন্য কয়লা খনিগুলির নিলাম প্রক্রিয়া শুরু করা হয়েছে। পূর্বের বরাদ্দকৃত কয়লা খনিগুলির বিষয়ে নিয়মিত পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বরাদ্দকৃত কয়লা খনিগুলির কাজ পরিচালনার জন্য কয়লা মন্ত্রকের সচিব এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিবের পৌরহিত্যে নিয়মিত পর্যবেক্ষণ কমিটির বৈঠক বসছে। কয়লা উত্তোলনের পর নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য নতুন রেল লাইন পরিকাঠামো গঠন করা হচ্ছে। এছাড়াও কোল ইন্ডিয়া লিমিটেড দেশে কয়লা উৎপাদন বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খনিগুলিতে কয়লা উত্তোলন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। 
 
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী।
 
***
 
 
 
CG/SS/SKD


(Release ID: 1704929) Visitor Counter : 119


Read this release in: English , Urdu