প্রতিরক্ষামন্ত্রক

সমুদ্রে অচল হওয়া পণ্যবাহী জাহাজকে ভারতীয় নৌসেনার প্রযুক্তিগত সহায়তা প্রদান

Posted On: 12 MAR 2021 12:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২১
 
পণ্যবাহী জাহাজ এমভি নয়ন গতকাল প্রযুক্তিগত সহায়তার জন্য ওমান উপসাগরে মোতায়েন থাকা আই এন এস তালওয়ার-এর সঙ্গে যোগাযোগ করে। ওমান থেকে ইরাকের দিকে যাওয়ার পথে এই কার্গো জাহাজটিতে  যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এম ভি নয়নের আবেদনে সাড়া দিয়ে ভারতের নৌবাহিনীর জাহাজ আই এন এস তালওয়ার-এর সাত সদস্যের এক প্রযুক্তি বিশারদ দল ওই জাহাজে যান। সাত ঘণ্টার প্রচেষ্টায় জাহাজটিকে সচল করে আবার সমুদ্রে চলার উপযোগী করে তোলা হয়। এমভি নয়ন পরবর্তী বন্দরের দিকে যাওয়ার আগে নৌ বাহিনীর বিশেষজ্ঞ দলটি জাহাজটির জিপিএস এবং নেভিগেশন লাইটের মত সরঞ্জাম পরিচালনার কাজও করে।
 
***
 
 
 
 
CG/SB

(Release ID: 1704404) Visitor Counter : 269


Read this release in: English , Urdu , Hindi