অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

আখের জমিতে পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সুগারকেন রিসার্চ প্রতিষ্ঠানকে ড্রোন ব্যবহারে অনুমতি

Posted On: 11 MAR 2021 3:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ মার্চ ২০২১



কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত মহানির্দেশক (ডিজিসিএ) লক্ষ্ণৌর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সুগারকেন রিসার্চ (আইআইএসআর) প্রতিষ্ঠানকে আখ চাষের জমিতে পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। আইআইএসআর প্রতিষ্ঠান যেদিন অনুমতিপত্র পাবে অথবা ডিজিটাল স্কাই প্ল্যাটফর্ম চালু হওয়ার আগে পর্যন্ত ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে পারবে। প্রতিষ্ঠানটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে পারবে। তবে, এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একাধিক শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে। কোনও ক্ষেত্রে শর্তাবলী বা সীমাবদ্ধতার লঙ্ঘন ঘটলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মন্ত্রক এবং ডিজিসিএ – এর পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি, প্রয়োজনে ড্রোন প্রযুক্তি ব্যবহারের অনুমতিও বাতিল হবে।


আইআইএসআর প্রতিষ্ঠানটিকে ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য স্থানীয় প্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতীয় বিমানবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং কৃষি মন্ত্রকের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য আইআইএসআর মেসার্স জেনারেল অ্যারোনটিক্স সংস্থাকে দায়িত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটি আখের জমিতে পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি হিসাবে কেবল দূর-নিয়ন্ত্রিত বিশেষ এয়ারক্র্যাফট সিস্টেম (আরপিএএস) ব্যবহার করতে পারবে। কেবল সুনির্দিষ্ট এলাকাতে এই পদ্ধতির প্রয়োগ করা যাবে। অবশ্য, ব্যবহারের জন্য যে ড্রোন কাজে লাগানো হবে, সেগুলির অ্যাকনলেজমেন্ট নম্বর থাকতে হবে। এই নম্বরের ভিত্তিতেই ড্রোন ব্যবহারে অনুমতি মিলবে।


আইআইএসআর প্রতিষ্ঠানকে ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য অভিজ্ঞ পেশাদারদের কাজে লাগাতে হবে, যাতে সুনির্দিষ্ট এলাকাতেই ড্রোনকে প্রয়োজন মতো পরিচালনা করা যায়। অভিজ্ঞ ঐ পেশাদারকে প্রত্যেকবার ড্রোন ব্যবহারের খতিয়ান লিপিবদ্ধ করে রাখতে হবে এবং এই খতিয়ান ডিজিসিএ – এর পক্ষ থেকে চাওয়া হলে তা পাঠাতে হবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এবং সর্বাধিক ভূমি থেকে ২০ ফুট উচ্চতায় ড্রোন ব্যবহার করা যাবে। দূর-নিয়ন্ত্রিত বিশেষ এয়ারক্র্যাফট সিস্টেম ব্যবহারের সময় কীটনাশক বাদে অন্য কোনও ভারি বস্তু বা বিপজ্জনক সামগ্রী বয়ে নিয়ে যাওয়া চলবে না। এমনকি, যে এলাকা জুড়ে ড্রোনের ব্যবহার হবে, সেখানে অযাচিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। ড্রোন প্রযুক্তি ব্যবহারের সময় আইআইএসআর প্রতিষ্ঠানকে সাধারণ মানুষের সুরক্ষা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার পাশাপাশি, যে উদ্দেশ্যে এই প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে, তার সম্পূর্ণ সদ্ব্যবহার সুনিশ্চিত করতে হবে। যে কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনার দায় ডিজিসিএ বহন করবে না। ড্রোন প্রযুক্তি ব্যবহারের সময় দুর্ভাগ্যজনকভাবে কোনও দুর্ঘটনা ঘটলে বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে তার দায় আইআইএসআর-কে নিতে হবে। প্রতিষ্ঠানটিকে এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের দায়িত্বে থাকা মেসার্স জেনারেল অ্যারোনটিক্স সংস্থাকে ড্রোন ব্যবহারের সময় যে কোনও ধরনের আইনি বা আইন বহির্ভূত ঘটনার বিষয়ে ডিজিসিএ-কে জানাতে হবে। একইভাবে, অযাচিতভাবে কোনও দুর্ঘটনা ঘটলে সে সম্পর্কেও ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ বিবরণ সহ ডিজিসিএ-কে অবগত করতে হবে। নিরাপত্তার স্বার্থে ডিজিসিএ-কে আগাম ড্রোন ব্যবহারের সময় ও দিনক্ষণ জানিয়ে দিতে হবে। ডিজিসিএ সেই অনুসারে আইআইএসআর প্রতিষ্ঠানকে ড্রোন ব্যবহারের অনুমতি দেবে।

***

 



CG/BD/SB


(Release ID: 1704196) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi