স্বরাষ্ট্র মন্ত্রক

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার

Posted On: 10 MAR 2021 4:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১

 

সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ ভারত -বাংলাদেশ সীমান্ত বরাবর গরু পাচার প্রতিরোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে :-

 

• সীমান্ত এলাকায় কর্তৃত্ব কায়েম করতে টহলদারীর পাশাপাশি, নাকাবন্দীর ব্যবস্থা করা হয়। এছাড়াও, আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে নজরদারী পোস্ট গড়ে তোলা হয়, যাতে বর্ডার আউটপোস্টগুলির কর্মদক্ষতা আরও বাড়ানো যায়।

• বর্ডার আউটপোস্টগুলির দুর্বলতা যাচাই করতে নিয়মিত পর্যালোচনা বৈঠক করা হয়, যাতে সংবেদনশীল বর্ডার আউটপোস্টগুলিতে অতিরিক্ত জওয়ান মোতায়েন এবং নজরদারির জন্য বিশেষ সরঞ্জামের বন্দোবস্ত করে আউটপোস্টগুলিকে আরও কার্যকর করে তোলা যায়। 

• প্রযুক্তিগত পদ্ধতি প্রয়োগ।

• আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটা তারের বেড়া দেওয়া।

• সীমান্ত এলাকা আলোকিতকরণের জন্য আলোক স্তম্ভ বসানো।

• আন্তর্জাতিক সীমানা লাগোয়া নদীপার বরাবর কর্তৃত্ব কায়েম করতে ওয়াটার ক্র্যাফট পাবলিক নৌকার ব্যবস্থা। প্রয়োজনে ভাসমান বর্ডার আউটপোস্ট গড়ে তোলা। 

• ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে সহযোগিতায় লাগাতার টহলদারীর ব্যবস্থা।

• সীমান্ত এলাকা ও আশেপাশে বিশেষ অভিযান পরিচালনা।

• অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে সহযোগিতা বাড়াতে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে অগ্রাধিকার।

 

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিতানন্দ রাই। তিনি আরও জানান, ইন্দো-বাংলাদেশ সীমান্ত বরাবর গরু পাচারের ঘটনায় কোনও বিএসএফ জওয়ানের নাম জড়ালে সঙ্গে সঙ্গে বিষয়টির তদন্ত শুরু হয় এবং আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 

***

 

 

CG/BD/SB


(Release ID: 1703918) Visitor Counter : 82


Read this release in: English , Urdu