প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি

प्रविष्टि तिथि: 10 MAR 2021 3:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১মার্চ,২০২১
 
প্রতিরক্ষা খাতে গত পাঁচ বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রপ্তানি করা হয়েছে তার মধ্যে রয়েছে, সিমুলেটর, টিয়ার গ্যাস লঞ্চার, টর্পেডো লোডিং মেকানিজম, এলার্ম মনিটরিং এন্ড কন্ট্রোল, নাইট ভিশন মনোকুলার এন্ড বাইনোকুলার, লাইটওয়েট টর্পেডো এন্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম ছাড়াও অস্ত্র সুরক্ষাকারী যান, অস্ত্র চিহ্নিতকরণের রেডার, হাই ফ্রিকোয়েন্সি রেডিও এবং কোস্টাল সার্ভেলিয়েন্স রেডার প্রভৃতি।
 
ভারতের এইসব প্রতিরক্ষামূলক সরঞ্জাম এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা ও লাতিন আমেরিকা এবং সার্কভুক্ত দেশগুলি নিয়ে থাকে। বর্তমানে ভারত থেকে প্রতিরক্ষামূলক এই সব সরঞ্জাম ৮৪ টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। তবে কৌশলগত কারণে দেশগুলির নাম প্রকাশ করা যায় না।
 
প্রতিরক্ষা খাতে সরঞ্জাম রপ্তানির জন্য গত ছয় বছরে বহু সংস্কার এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
আজ লোকসভায় শ্রী কৌশল কিশোর এবং শ্রী পিপি চৌধুরীর আনা এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ নায়েক এই তথ্য জানিয়েছেন।
***
 
 
 
CG/ SB

(रिलीज़ आईडी: 1703864) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu