কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
জাল সংস্থাগুলি নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থা
Posted On:
09 MAR 2021 1:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ মার্চ ২০২১
২০১৩’র কোম্পানি আইনে ‘জালিয়াতি সংস্থা’র কথা উল্লেখ নেই। অবশ্য, কর্পোরেট বিষয়ক মন্ত্রক রেজিস্ট্রার অফ কোম্পানিজ বিধি অনুযায়ী আইন মোতাবেক নতুন সংস্থাগুলির রেজিস্ট্রেশন করে থাকে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর।
তিনি আরও জানান, নতুন সংস্থাগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সরল করতে কর্পোরেট বিষয়ক মন্ত্রক একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। একটি সংস্থার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হচ্ছে। এছাড়াও, মন্ত্রক এমসিএ ২১ নামে একটি আদ্যপান্ত ই-প্রশাসনিক কর্মসূচি রূপায়ণ করছে। এর ফলে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সরকারি কাজকর্মে আরও স্বচ্ছতা এসেছে, কাজকর্মে গতি বেড়েছে এবং কর্মদক্ষতা আরও নিপুণ হয়েছে।
এ সম্পর্কে মন্ত্রী আরও জানান, মন্ত্রক গত ৫ বছরে কর্পোরেট ক্ষেত্রে জালিয়াতি সম্পর্কে সচেতন রয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জালিয়াতির সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, গুরুতর জালিয়াতি তদন্ত কার্যালয় ও আঞ্চলিক নির্দেশকরা জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। এক পরিসংখ্যান দিয়ে শ্রী ঠাকুর জানান, ২০১৯-২০’তে গুরুতর জালিয়াতি তদন্ত কার্যালয়কে ৩২৬টি সংস্থার বিরুদ্ধে এবং আঞ্চলিক নির্দেশকদের ১০০টি সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
***
CG/BD/SB
(Release ID: 1703585)
Visitor Counter : 134