বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

অ্যালকোহলের মধ্যে লোহিত রক্ত কোষ দীর্ঘক্ষণ থাকলে কি প্রভাব দেখা যাবে রমন রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন

Posted On: 06 MAR 2021 9:05AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬ মার্চ, ২০২১

        রক্তের লোহিত কনিকার কোষ দীর্ঘক্ষণ অ্যালকোহলের সংস্পর্শে থাকলে তার কি প্রভাব পরতে পারে এ বিষয়ে বিজ্ঞানীরা উচ্চমানের বিশ্লেষণের সাহায্যে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। বিজ্ঞানীরা দেখেছেন অ্যালকোহলের প্রভাবে লোহিত রক্তকোষের আকৃতির পরিবর্তন ঘটে।

অ্যালকোহলের সংস্পর্শে আসলে লোহিত রক্ত কোষের পরিবর্তন হয় এই বিষয়টি বিজ্ঞানীরা জানলেও তার প্রভাব কতটা হয় সে বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্ব শাসিত সংস্থা রমন রিসার্চ ইন্সটিটিউট,  ইলেক্ট্রো ফ্লুইডিক প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছেন যেখানে বর্ধিত বিশ্লেষণের মাধ্যমে তাঁরা কোষের আকৃতির পরিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। বিজ্ঞানীরা দেখেছেন অ্যালকোহলের সংস্পর্শে থাকলে লোহিত রক্ত কনিকার  অক্সিজেনের পরিবহণের ক্ষমতা হ্রাস পায়। এরফলে মানুষ ঝাপসা দেখে এবং শরীরের বিভিন্ন পেশীর সমন্বয়হীনতা দেখা যায়। এছাড়াও মানসিক অবস্থারও পরিবর্তন হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন কোষের আকৃতির পরিবর্তন হলে বিভিন্ন অসুখের সৃষ্টি হয়। লোহিত রক্ত কোষের আয়তনের পরিবর্তনের ফলে সিকল সেল অ্যানিমিয়া এবং ম্যালেরিয়ার মতো অসুখের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেয় এই উদ্ভাবনের ফলে সে সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। এ ছাড়াও লোহিত রক্ত কোষের সামান্য আকৃতির পরিবর্তন ঘটলে কোষে পুষ্টির কি সমস্যা হয় সে বিষয়েও ধারণা তৈরি হবে।

***

 

CG/CB/NS


(Release ID: 1702916) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi