রেলমন্ত্রক

জনসাধারণকে রেল যাত্রা থেকে নিরুৎসাহিত করতে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন গুলিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে

Posted On: 24 FEB 2021 5:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
 
স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন গুলিতে যাতায়াত কারীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের জন্য এই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে এই কারণে যাতে অপ্রয়োজনে যাত্রীরা স্বল্প দূরত্বের ট্রেন গুলিতে যাতায়াত না করেন। অর্থাৎ তাঁদের নিরুৎসাহিত করতে। কেননা কোভিড এখনও রয়েছে। কয়েকটি রাজ্যে পরিস্থিতি খারাপ হচ্ছে। অনেক রাজ্য ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। তাদের রেল ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হচ্ছে।
 
উল্লেখ্য যে, কোভিড সংক্রমণ জনিত কারণে ভারতীয় রেল ২০২০ সালের ২২ মার্চ দেশব্যাপী লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1700628) Visitor Counter : 119


Read this release in: English , Urdu , Marathi , Hindi