রেলমন্ত্রক

শ্রী পীযূষ গোয়েল কেরালা, তামিলনাডু, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কর্নাটকে ১ হাজার কোটি টাকার মোট ৮৮টি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন

प्रविष्टि तिथि: 21 FEB 2021 7:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২১
 
রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল কেরালা, তামিলনাডু, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কর্নাটকে ১ হাজার কোটি টাকার মোট ৮৮টি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেরালায়  মোট ৯.৫৬ কোটি টাকা ব্যয়ে তিনটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। 
 
তামিলনাড়ুতে ১০ টি স্থানে ২৩.৩২ কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকে রেলমন্ত্রী একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করেছেন। যার মধ্যে রয়েছে পরিকাঠামোগত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, রেল সুরক্ষা ব্যবস্থা সহ সৌর শক্তি উৎপাদন কেন্দ্র, রেললাইনের বৈদ্যুতিকরণ, প্লাটফর্মে চলমান সিঁড়ির ব্যবস্থা প্রভৃতি।
 
***
 
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1700055) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri