কয়লামন্ত্রক

কয়লা ক্ষেত্রে সংস্কার

Posted On: 11 FEB 2021 12:16PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১  ফেব্রুয়ারি, ২০২১
 
          কয়লা খনি (বিশেষ সুবিধা) আইন ২০১৫ এবং খনিজ ও খনি (উন্নয়ন এবং নিয়ন্ত্রণ) আইন ১৯৫৭-তে পরিবর্তন এনে খনিজ আইন (সংশোধনী) ২০২০ কার্যকর করা হয়েছে। এই নতুন আইনে বেশকিছু সংশোধনী আনা হয়েছে। কয়লা ক্ষেত্রে বিনিয়োগ, লিগনাইট ব্লকের জন্য বরাদ্দ বৃদ্ধিতে সহায়তা দানের জন্য কয়লা ব্লকগুলিতে সমানুপাতিক হারে লাইসেন্স কাম মাইনিং লিজের বন্টন ব্যবস্থা করা হয়েছে। কয়লা খনি (বিশেষ সুবিধা) আইনের আওতাধীন দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কয়লা খনি ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকার আইনে একাধিক শিথিলতা নিয়ে এসেছে। এমনকি এই আইনের আওতায় রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে কয়লা/লিগনাইট খনি/ব্লক বিক্রির জন্য নিলাম পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
 
      লোকসভায় গতকাল এক  প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী শ্রী প্রহ্লাদ জোশী।
         
***
 
 
 
CG/SS/NS


(Release ID: 1697182) Visitor Counter : 156


Read this release in: English , Urdu