আয়ুষ

আয়ুষ এবং আধুনিক ওষুধের মধ্যে সমন্বয়

Posted On: 09 FEB 2021 12:28PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৯ ফেব্রুয়ারি, ২০২১
 
    আধুনিক ওষুধ  এবং আয়ুষের মধ্যে কোনো ক্ষেত্রেই ব্যবধান নেই। কারণ উভয় ব্যবস্থাপনায় দেশে স্বাস্থ্য ক্ষেত্রে নানান সমস্যা মোকাবিলার জন্য সমন্বিত পদ্ধতির সহযোগিতায় কাজ চালানো হচ্ছে। আধুনিক ওষুধ ও আয়ুষ পদ্ধতি উভয় ক্ষেত্রকে একত্রিত করে তোলার জন্য আয়ুষ মন্ত্রক একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। 
 
    ভারত সরকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আয়ুষ চিকিৎসা ব্যবস্থাপনায় নানান সুযোগ-সুবিধা চালু করেছে। চিকিৎসা করানোর জন্য আগত রোগীরা যাতে এক জানলা ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের পছন্দমতো চিকিৎসার সুযোগ সুবিধা গ্রহণ  করতে পারেন তারজন্য নানা ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আয়ুষ চিকিৎসা ও প্যারা-মেডিসিনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণের জন্য যথাযথ সাহায্যও দিচ্ছে। এমনকি আয়ুষ চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ কেনার জন্য যথাযথ সহায়তা দিয়েছে আয়ুষ মন্ত্রক। কেন্দ্রের অর্থ সাহায্যে পরিচালিত জাতীয় আয়ুষ মিশন প্রকল্পের আওতায় আয়ুষ মন্ত্রক আয়ুষ চিকিৎসার সুবিধার জন্য নানান ব্যবস্থা গ্রহণ  করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্তর্গত ডিরেক্টরেট জেনারেল অফ হেল্থ সার্ভিস আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিও ভাসকুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোকের মতো সংক্রামক নয় এমন রোগের চিকিৎসা ও রোগ প্রতিরোধ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি-এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় দৈনন্দিন  জীবনের সঙ্গে  সম্পর্কিত নানান রোগের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আর্য়ুবেদ সায়েন্স আর্য়ুবেদ চিকিৎসায় প্রচলিত জৈব-ওষুধের ব্যবহারের বিষয়ে গবেষণার কাজ পরিচালনা করছে। এমনকি আর্য়ুবেদ ও অ্যালোপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে সমন্বয় সাধনের জন্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আর্য়ুবেদ সায়েন্স গবেষণার কাজ চালিয়েছে এবং এক্ষেত্রে যথেষ্টই ভালো ফল মিলেছে। ডেঙ্গু, ডায়াবেটিক ফুট আলসার, এমনকি কোভিড-১৯এর রোগ নিরাময় বিষয়ে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি আধুনিক ওষুধের সঙ্গে হোমিওপ্যাথিকে যুক্ত করে গবেষণার কাজ চালিয়েছে। যোগ চর্চাকে চিকিৎসা ক্ষেত্রের মূল ধারার সঙ্গে যুক্ত করার জন্য আয়ুষ মন্ত্রকের আওতাধীন মোরারজি দেশাই জাতীয় যোগা সংস্থা চারটি যোগ থেরাপি কেন্দ্র পরিচালনা করছে। আধুনিক চিকিৎসা এবং সিদ্ধা ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় সাধনের জন্য আয়ুষ মন্ত্রকের আওতাধীন চেন্নাইয়ে জাতীয় সিদ্ধা প্রতিষ্ঠা রায়পুরের এইমস হাসপাতালে ন্যাশনাল ইন্সটিটিউট অফ এপিডেমিওলজি-এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। 
 
    রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন আর্য়ুবেদ, যোগা এবং ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু। 
 
***
 
 
 
CG/SS /NS


(Release ID: 1696491) Visitor Counter : 621


Read this release in: English , Tamil