রেলমন্ত্রক

যাত্রীদের স্বাচ্ছন্দ্যকর যাত্রার সুবিধার্থে উন্নত ট্রেন পরিষেবা

Posted On: 05 FEB 2021 3:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২১
 
ট্রেনে যাত্রীদের নিরাপদ ও আরও স্বাচ্ছন্দ্যকর ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্য ভারতীয় রেল বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন দিল্লি থেকে বারাণসী এবং নতুন দিল্লি থেকে শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরার মধ্যে অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এই ট্রেনে জিপিএস ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, বায়োটয়লেট সহ একাধিক সুবিধা রয়েছে। হাম সফর, তেজস, অন্ত্যোদয়, উৎকৃষ্ট ডবলডেকার এয়ার কন্ডিশন যাত্রী (উদয়) – এর মতো প্রিমিয়াম ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এমনকি, অত্যাধুনিক প্রযুক্তিবিশিষ্ট এলএইচবি কোচ চালু করা হয়েছে। ট্রেন যাত্রার সময় যাত্রীরা যাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, তার জন্য বড় জানলাবিশিষ্ট ভিস্তা ডোম কোচ চালু করা হয়েছে। স্বর্ণ প্রকল্পের আওতায় রাজধানী ও শতাব্দী ট্রেনের ৬৫টি রেকের আধুনিকীকরণ করা হয়েছে। ট্রেনের কামরার ভেতর বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে নতুন এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে। কামরার ভেতর একাধিক মোবাইল চার্জিং-এর সুবিধা রাখা হয়েছে। ২ হাজার ৯০০টি কামরায় সিসি টিভি বসানো হয়েছে। এর পাশাপাশি, দক্ষিণ-পূর্ব রেলের ইএমইউ ট্রেনের মহিলা কামরায় যাত্রী সুরক্ষায় এমার্জেন্সি টকব্যাক সিস্টেম চালু করা হয়েছে। কলকাতা মেট্রো রেল এবং ইএমইউ ট্রেনে প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট কাম প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম বসানো হয়েছে। উন্নত প্রযুক্তির নতুন ধরনের ইএমইউ এবং মেন লাইন ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট বিশিষ্ট কামরা নিয়ে আসা হয়েছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা লিখিত জবাবে একথা জানিয়েছেন রেল, বাণিজ্য, শিল্প এবং ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। 
 
***
 
 
 
 
CG/SS/SB


(Release ID: 1695556) Visitor Counter : 152


Read this release in: English , Telugu