ভূ-বিজ্ঞানমন্ত্রক

বর্তমান এবং আগামী দু সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস

Posted On: 18 DEC 2020 9:27AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮ ডিসেম্বর, ২০২০

    ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী ১০-১৬ই ডিসেম্বর দুটি পশ্চিমী ঝঞ্ঝা'র  ফলে পশ্চিম হিমালয় অঞ্চলে গত দু'সপ্তাহের  প্রথম দিকে ভারি বৃষ্টি/তুষারপাত/ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি পরিলক্ষিত হয়। একইসঙ্গে উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে বেশ কিছু জায়গায় ব্যাপক বৃষ্টিপাতও হয়। ১০-১৬ই ডিসেম্বরের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এছাড়াও লাক্ষ্মদ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। 

    আগামী ২ সপ্তাহের মধ্যে ১৭-২৩শে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসময় তামিলনাড়ু, পুদুচেরী, কেরালা এবং লাক্ষ্মাদ্বীপের বেশকিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল কেরালাতে ভারি বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী হিমালয় অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ২০ এবং ২১শে ডিসেম্বর হালকা বৃষ্টি/তুষারপাত হতে পারে। দেশের অন্যান্য অংশে আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪-৩০শে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে কোনওরকম পশ্চিমী ঝঞ্ঝা থাকবেনা, যার জেরে স্বাভাবিক বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ২-৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং মুজাফ্ফরাবাদ ও হিমাচলপ্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে থাকবে। এমনকি পশ্চিমী রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তপ্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছ, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লী এবং পাঞ্জাবের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১.৬ ডিগ্রী - ৩.০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। আগামী ২দিন উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবেনা। আগামী ৩ দিন এই অঞ্চলে ন্যূনতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আগামী এক সপ্তাহের প্রথম দিকে পূর্ব ভারতের তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আগামী ২ দিন পশ্চিম ভারতে ন্যূনতম তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর পশ্চিম মধ্য এবং পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চলে ন্যূনতম তাপমাত্রা ২-৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থানে আগামী এক সপ্তাহের প্রথমার্ধে শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে। আগামী ২ দিন দিল্লী, চন্ডীগড়, হরিয়ানা, রাজস্থান, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের বেশকিছু অংশে জাঁকিয়ে শীত পড়বে। ২৪-৩০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার পারোদ সামান্য বাড়তে পারে। যদিও ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। ২৪-৩০ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। 

***

 

CG/SS /NS



(Release ID: 1681760) Visitor Counter : 257


Read this release in: English , Urdu , Hindi