অর্থমন্ত্রক

নতুন টিসিএস নিয়মের কারণে উদ্ভুত সংশয় সম্পর্কে ব্যাখ্যা

Posted On: 30 SEP 2020 6:47PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩০ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
আর্থিক আইন ২০২০-এর মাধ্যমে কিছু সামগ্রীর কর সংগ্রহের উৎস (টিসিএস) সম্পর্কিত নিয়মের কার্যকারিতা সম্পর্কে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা অত্যন্ত সন্দেহজনক। এই সংশয়গুলি দূর করার জন্য এবং এই নিয়মের কার্যকারিতা বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। 
 
আর্থিক আইন ২০২০-র সংশোধনীতে কর সংগ্রহের উৎস সম্পর্কিত নিয়মগুলি চলতি বছরের পয়লা অক্টোবর থেকে কার্যকর করা হচ্ছে। এই নিয়মে একজন পণ্য বিক্রিতা ০.১ শতাংশ হারে কর সংগ্রহ করতে পারবেন। যদি কোনো ক্রেতা চলতি আর্থিক বছরে কোনো বিক্রেতার কাছ থেকে ৫০ লক্ষ টাকারও বেশি পণ্য সামগ্রি কিনে থাকেন তবেই এই নিয়ম কার্যকর হবে। এছাড়াও অতিরিক্ত আর্থিক বোঝা হ্রাসে যদি কোনো বিক্রেতার গত অর্থ বছরে ১০ কোটি টাকারও বেশি আর্থিক লেনদেন হয়ে থাকে তবে সেই কর সংগ্রহ নিতে পারবে। তবে, পণ্য রপ্তানি করার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করার থেকে ছাড় দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে পয়লা অক্টোবরের আগে এই টিসিএস কার্যকরী করা হয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। এবিষয়ে স্পষ্ট জানানো হয়েছে, পয়লা অক্টোবর বা তার পরে এই নিয়ম প্রযোজ্য করা হবে। সংবাদ মাধ্যমের কিছু অংশে এটিও জানানো হয়েছিল যে, প্রতিটি লেনদেনে এই টিসিএস-কে কার্যকর করা হবে। এই প্রতিবেদনটিও সঠিক নয়। চলতি অর্থ বছরে কোনো বিক্রেতার বিক্রির পরিমাণ ৫০ লক্ষ টাকার বেশি হলে তবেই এই নিয়ম কার্যকর করতে পারবে। 
 
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল যে, টিসিএস একটি অতিরিক্ত কর। এটিও সঠিক নয়। বিবৃতিতে বলা হয়েছে যে, টিসিএস কোনো অতিরিক্ত কর নয়। তবে এটি অগ্রিম আয়ককর/টিডিএস-এর মতো। সংবাদ মাধ্যমে বলা হয়েছে প্রতিটি বিক্রেতাকে টিসিএস সংগ্রহ করতে হবে। প্রতিবেদনের এই তথ্যটিও সঠিক নয়। টিসিএস কেবলমাত্র সেই সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাদের ব্যবসায়িক পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। ১০ কোটি টাকার নীচে ব্যবসায়িক লেনদেনে কোনোরকম টিসিএস লাগবে না। ২০১৮-১৯ অর্থ বর্ষে দেশে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যক্তি তাদের বছরে ব্যবসায়িক লেনদেন ১০ কোটি টাকারও বেশি দেখিয়ে ছিলেন। অতএব এই নতুন নিয়মে এমন ব্যক্তিদের থেকে টিসিএস সংগ্রহ করা হবে যারা বেশিরভাগ ক্ষেত্রে ইতিমধ্যেই টিডিএস/টিসিএস সহ অন্যান্য আইনগুলি মেনে চলছেন।
 
 
 
 
CG/SS/SKD


(Release ID: 1660498) Visitor Counter : 172


Read this release in: English , Hindi , Tamil