শিল্পওবাণিজ্যমন্ত্রক

জাতীয় জি আই এস সক্ষম ল্যান্ড ব্যাঙ্ক ব্যবস্থাপনা

Posted On: 23 SEP 2020 2:38PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৩শে সেপ্টেম্বর, ২০২০

 



সরকার প্রথম পর্যায়ে, দেশের ছয়টি রাজ্যের জমির অবস্থান এবং প্লটের তথ্য, বিশ্বের সমস্ত প্রান্তের বিনিয়োগকারিদের জন্য জি আই এস ব্যবস্থাপনা সহ  শিল্প তথ্য ব্যবস্থাপনার(আই আই এস) সুবিধাযুক্ত পোর্টালের সূচনা করেছে।এই পোর্টাল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।


জাতীয় ল্যান্ড ব্যাঙ্কের উন্নয়নে,সরকারের উদ্দেশ্য হলো শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির বা প্লটের অবস্থানগত তথ্য,যোগাযোগের সুবিধা,প্রাথমিক সুবিধা,অনান্য সুযোগ সুবিধার বিস্তারিত তথ্য তুলে ধরা এবং এর পাশাপাশি শিল্প পার্কের কর্তৃপক্ষ বা বিকাশকারিদের সঙ্গে যোগাযোগের যাবতীয় তথ্য তুলে ধরার মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা।


জমির তথ্য তুলে ধরার জন্য সরকারী সংস্থাগুলিকে নির্দিষ্ট ইউনিক আই ডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও অনান্য বিনিয়োগকারিরা https://iOS.ncog.gov.in/park পোর্টালে তাদের নাম নিবন্ধীকরণ করতে পারেন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে।


আই আই এস পোর্টাল সহ রাজ্য ল্যান্ড ব্যাঙ্ক বা জি আই এস ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায়ের সমন্বয়ে,আরও আটটি রাজ্যের মধ্যে ঝাড়খন্ড রয়েছে। এর আগে রাজ্যটির পক্ষ থেকে পোর্টালে ম্যানুয়াল পদ্ধতিতে জমি সংক্রান্ত তথ্য তুলে ধরা হতো। তবে নতুন ব্যবস্থাপনায় বা সমন্বিত এস ও পিতে রাজ্যটি এখনও অন্তর্ভুক্ত হয়নি।আই আই এসের অধীনে জি আই এস ভিত্তিক ল্যান্ড ব্যাঙ্কের উন্নয়নে ঝাড়খণ্ডের প্রযুক্তি বিষয়ক দল এম ই আই টি ওয়াই দলের সঙ্গে সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।


আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এই তথ্য তুলে ধরেন।

 

 


CG/PPM



(Release ID: 1658376) Visitor Counter : 114


Read this release in: English , Punjabi , Tamil