স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে লকডাউন ভঙ্গকারীদের শাস্তির বিধান নিয়ে জোরদার প্রচার চালাতে বলেছে

Posted On: 02 APR 2020 9:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ এপ্রিল, ২০২০

 

 

দেশে কোভিড-১৯এর সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা জারী করেছিল। মন্ত্রক এই মর্মে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে বলে।

 

আজ আবার সেই বার্তার উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব শ্রী অজয় কুমার ভাল্লা লকডাউন ভঙ্গকারীদের  বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যাবে সেই গুলি জনসমক্ষে আনার জন্য রাজ্য সরকার গুলিকে চিঠি দিয়েছে একইসঙ্গে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ  ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দিয়েছ

 

রাজ্যগুলিকে লেখা চিঠিটি পড়তে নীচের লিঙ্কটি ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Pages%20from%20DO%20Letter%20to%20Chief%20Secretary%20reg%20penal%20provisions%20under%20the%20DM%20Act%20and%20IPC%20(2.4.2020).pdf

 

নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়ার আইনী সংস্থান রয়েছে, তা জানার জন্য নীচের লিঙ্কটি ক্লিক করুনঃ-

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/English%20Penal%20provisions%20under%20the%20DM%20Act%20and%20IPC%20(2.4.2020)-2.pdf

 

 

 

CG/SS



(Release ID: 1610508) Visitor Counter : 117


Read this release in: English