স্বরাষ্ট্র মন্ত্রক
কোভীড-১৯ এর মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউনে জনসাধারণের কষ্ট লাঘব করতে মোদী সরকার দায়বদ্ধঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Posted On:
29 MAR 2020 9:03PM by PIB Kolkata
নতুনদিল্লী, ২৯ মার্চ, ২০২০
দেশজুড়ে ২১ দিনের লকডাউনে সাধারণ মানুষের দুর্দশা লাঘব করার বিষয়টিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিচ্ছেন। এই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ্ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই সময়ে সামাজিক দুরত্ব বজায় রাখা, সহ প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থার সব নিয়মগুলি মেলে চলার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের আর্থিক দুর্দশা লাঘব করার বিষয়টিকে ও নিশ্চিত করতে বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই মর্মে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লেখা একচিঠিতে পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করতে বলেছেন। পরিযায়ী শ্রমিকদের ১৪ দিন স্বাস্থ্য বিধি মেনে কোয়ারান্টাইনে রাখার পরামর্শও ওই চিঠিতে দেওয়া হয়েছে।
কারখানা, দোকান বা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছে এই সময়ে তাঁরা যেন তাঁদের কর্মীদের পুরো বেতন দেন। পরিযায়ী শ্রমিকরা যেসব জায়গায় ভাড়া থাকেন সেখানের বাড়ির মালিকদের ১ মাস বাড়ি ভাড়া নেওয়া চলবে না। কোন বাড়িওয়ালা যদি তার বাড়ি থেকে শ্রমিক বা ছাত্রদের জোর করে বের করে দেন, তাহলে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রকের এই সংক্রান্ত নির্দেশনামাটি পড়তে নীচে ক্লিক করুন
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Order%20restricting%20movement%20of%20migrants%20and%20strict%20enforement%20of%20lockdown%20measures%20-%2029.03.2020.pdf.pdf.pdf
CG/CB
(Release ID: 1609239)