স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

নোভেল করোনা ভাইরাস রোগের জন্য অতিরিক্ত ভ্রমণ নির্দেশিকা

Posted On: 17 MAR 2020 1:35PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭ মার্চ, ২০২০

   

 

    গত ১১ই মার্চ এবং ১৬ই মার্চ জারি করা ভ্রমণ নির্দেশিকায় বাড়তি সংযোজন :

    ১) আফগানিস্তান, ফিলিপিন্স, মালয়েশিয়া থেকে যাত্রীদের ভারতে আসা নিষিদ্ধ। ভারতীয় সময় ৩টের পর কোন বিমান এইসব দেশ থেকে ভারতের উদ্দেশে ছাড়বে না। বিমান সংস্হাগুলিকে সংশ্লিষ্ট বিমানবন্দরে এই নির্দেশিকা কার্যকর করতে হবে।

    ২) এই নির্দেশিকা সাময়িকভাবে জারি হয়েছে এবং ৩১শে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে, পরে তা পর্যালোচনা করা হবে।

 

 

CG/SS/NS


(Release ID: 1606708) Visitor Counter : 223


Read this release in: English