কেন্দ্রীয়মন্ত্রিসভা
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন-প্রাপকদের অতিরিক্ত আরও এক কিস্তি মহার্ঘ্য ভাতা দেওয়ার প্রস্তাবে মন্ত্রিসভার সায়
Posted On:
13 MAR 2020 7:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন-প্রাপকদের অতিরিক্ত আরেক কিস্তি মহার্ঘ্য ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে মূল বেতন বা পেনশনের বর্তমান হার ১৭ শতাংশের ওপর আরও ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত চলতি বছরের পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে। এর ফলে, ২০২০-২১ অর্থবর্ষে (২০২০’র জানুয়ারি থেকে ২০২১ – এর ফেব্রুয়ারি পর্যন্ত) সরকারের ১২ হাজার ৫১০ কোটি ৪ লক্ষ টাকা ব্যয় হবে। ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তে ৪৮ লক্ষ ৩৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ ২৬ হাজার পেনশন-প্রাপক উপকৃত হবেন।
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের ওপর ভিত্তি করে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1606392)
Visitor Counter : 230