স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ক্যাবিনেট সচিব উচ্চ-পর্যায়ের বৈঠকে নোভেল করোনা ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ ও প্রস্তুতি পর্যালোচনা করলেন


চীন থেকে আসা ব্যক্তিদের জন্য ভিসা সংক্রান্ত নতুন পরামর্শ জারি

Posted On: 05 FEB 2020 5:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারী, ২০২০

 

 

    ক্যাবিনেট সচিব আজ নতুন দিল্লিতে রাজ্যগুলির করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও প্রস্তুতি এক উচ্চ-পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করে দেখেছেন। এই বৈঠকে স্বাস্হ্য ও পরিবার কল্যাণ, বিদেশ, অসমারিক বিমান পরিবহন, ফার্মাসিউটিক্যাল, স্বাস্হ্য গবেষণা দপ্তরের সচিব সহ স্বরাষ্ট্র মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, সেনাবাহিনী ও প্রতিরক্ষা বিভাগের আধিকারিক উপস্হিত ছিলেন।

    নোভেল করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভুত পরিস্হিতির প্রেক্ষিতে নিম্নলিখিত ভ্রমণ সংক্রান্ত সংশোধিত পরামর্শ জারি করা হয়েছে-

·       চীন থেকে আসা যেকোন বিদেশী নাগরিকের বর্তমান ভিসা (ইতিমধ্যেই দেওয়া ই-ভিসা সহ)আর বৈধ থাকছেনা।

·       পূর্বে জারি করা এক উপদেশের মাধ্যমে সাধারণ মানুষকে চীন সফর থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেসমস্ত ব্যক্তি চীন সফর করছেন, ফিরে এলে তাদের পৃথক রাখা হবে।

·       ভারত সফরে আসতে আগ্রহী ব্যক্তিদের বেজিং-এ ভারতীয় দূতাবাস (visa.beijing@mea.gov.in)  অথবা সাংহাই-এর বাণিজ্যিক দূতাবাস (Ccons.shanghai@mea.gov.in) বা গুয়াংঝাও-এর (Visa.guangzhou@mea.gov.in) বাণিজ্যিক দূতাবাসে নতুন করে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে বলা হয়েছে।

·       চীনে ভারতীয় দূতাবাসে দুটি হট লাইন নম্বরের(+8618610952903 এবং +8618612083629) মাধ্যমে ২৪X যোগাযোগ বজায় রাখা হয়েছে। ই-মেল যোগাযোগের ঠিকানা হল helpdesk.beijing@mea.gov.in। প্রয়োজনে ভারতীয় নাগরিকরা যেকোন সাহায্যের জন্য দূতাবাসের হটলাইন নম্বর বা ই-মেল মারফত যোগাযোগ করতে পারেন।

·       স্বাস্হ্য সংক্রান্ত যেকোন বিষয়ে অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ২৪X৭ হেল্পলাইন নম্বর +911123978046 অথবা ই-মেল ncov2019[at]gmail[dot]com-এ যোগাযোগ করা যেতে পারে।

   

 

CG/BD/NS



(Release ID: 1602106) Visitor Counter : 97


Read this release in: English