অর্থমন্ত্রক

স্বাস্হ্য সুরক্ষায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ হল কেন্দ্রীয় বাজেটে

Posted On: 01 FEB 2020 8:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২০

 

 

    দেশের আম নাগরিকের সার্বিক স্বাস্হ্য সুরক্ষার জন্য ২০২০-২১এর কেন্দ্রীয় বাজেটে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় রয়েছে ৬ হাজার ৪০০ কোটি টাকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাও (পিএমজেএওয়াই)।

    আজ সংসদে ২০২০-২১এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, বর্তমানে পিএমজেএওয়াই-এর অধীনে ২০ হাজারেরও বেশি তালিকাভুক্ত হাসপাতাল রয়েছে। টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে গরিব মানুষের সেবায় আরও বেশি সংখ্যক হাসপাতালের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। পিপিপি মডেল অনুসরণ করে হাসপাতাল গড়ে তোলার জন্য ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং ইউন্ডো স্হাপনের প্রস্তাবও করা হয় বাজেটে।

    প্রথম পর্যায়ে আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত হাসপাতাল এখনও গড়ে ওঠেনি এমন জেলাগুলিতে নতুন করে হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব করা হয়। শ্রীমতী সীতারমন বলেন, এরফলে বহু তরুণ-তরুণীর কর্মসংস্হান হবে। অর্থমন্ত্রী এছাড়াও জনৌষধি কেন্দ্র প্রকল্প প্রত্যেক জেলাতে প্রসার করার কথা ঘোষণা করেন।

 

 

CG/SSS/NS



(Release ID: 1601600) Visitor Counter : 80


Read this release in: English