প্রধানমন্ত্রীরদপ্তর

সুলতান কাবোস বিন সঈদ আল সঈদ – এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 11 JAN 2020 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২০

 

 

সুলতান কাবোস বিন সঈদ আল সঈদ – এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সুলতান কাবোস বিন সঈদ আল সঈদ – এর প্রয়াণের খবর শুনে আমি মর্মাহত। তিনি ছিলেন এমন একজন স্বপ্নদর্শী নেতা এবং দেশনায়ক, যিনি ওমানকে এক আধুনিক ও সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিলেন। তিনি আমাদের এই অঞ্চলে এবং বিশ্বে শান্তির পথপ্রদর্শক ছিলেন।

সুলতান কাবোস ছিলেন, ভারতের প্রকৃত বন্ধু। ভারত এবং ওমানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে সুদৃঢ় নেতৃত্ব দিয়েছিলেনআমি সর্বদাই তাঁর কাছ থেকে উষ্ণ আন্তরিকতা পেয়েছি। তাঁর আত্মার শান্তি কামনা করি”।

 

 

CG/SS/SB


(रिलीज़ आईडी: 1599132) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English