কেন্দ্রীয়মন্ত্রিসভা

২০১৯-এর দেউলিয়া আইন বিলটি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 11 DEC 2019 7:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০১৯

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০১৬-র দেউলিয়া আইনে সংশোধন করার প্রস্তাবটি অনুমোদিত হল। এর ফলে, ২০১৯-এর দেউলিয়া আইন (দ্বিতীয় সংশোধন) বিলটি অনুমোদিত হল। এই সংশোধনের ফলে দেউলিয়া সংক্রান্ত সমস্যা নিরসনে অনেকটাই সুরাহা হল এবং দেশে ব্যবসা-বাণিজ্য করার পথটি সুগম হল।

 

সংশোধিত বিলটি ২০১৬-র দেউলিয়া আইনের কিছু ধারায় সংশোধন এনে ৩২এ নং নতুন ধারাটি সংযুক্ত করার কথা বলেছে। সংশোধিত হবে ৫(১২), ৫(১৫), ৭, ১১, ১৪, ১৬(১), ২১(২), ২৩(১), ২৯এ, ২২৭, ২৩৯ এবং ২৪০ নং ধারাগুলি।  

 

 

SSS/DM



(Release ID: 1596003) Visitor Counter : 63


Read this release in: English