অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

উড়ান-আরসিএস-এর আওতায় গুয়াহাটি থেকে ডিমাপুর হয়ে ইমফল পর্যন্ত বিমান চলাচলের সূচনা

Posted On: 09 DEC 2019 3:49PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০১৯

 

 

    এয়ার ইন্ডিয়ার অধিনস্ত অ্যালায়েন্স এয়ার শনিবার অসমের রাজধানী গুয়াহাটি থেকে নাগাল্যান্ডের বৃহত্তম শহর ডিমাপুর, মণিপুরের রাজধানী ইমফল পর্যন্ত বিমান চলাচলের সূচনা করলো। এরফলে কেন্দ্রের আঞ্চলিক যোগাযোগ প্রকল্প- উড়ে দেশ কা আম নাগরিক (আরসিএস-উড়ান) প্রকল্পের আওতায় ২৩৬টি বিমানপথ ব্যবহারের কাজ শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং, রাজ্যের মন্ত্রী শ্রী লোসি ডিখো, মণিপুরের পর্যটন নিগমের চেয়ারম্যান ডঃ সপম রঞ্জন সিং-সহ এয়ার ইন্ডিয়া ও অ্যালায়েন্স এয়ারের উচ্চপদস্হ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

    অ্যালায়েন্স এয়ার সপ্তাহে তিনদিন বুধ, শুক্র ও রবিবার এই পথে বিমান চালাবে। বর্তমানে এই বিমান সংস্হা ৫৭টি গন্তব্যে বিমান চালাচ্ছিল। ডিমাপুর ও ইমফল যুক্ত হওয়ার পর এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯-এ। ৭০ আসন বিশিষ্ট একটি বিমান যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হবে।

    উড়ান ৯ আই ৭৪১ গুয়াহাটি থেকে সকাল ৮টায় যাত্রা শুরু করবে। ডিমাপুরে পৌঁছাবে ৮.৫৫ মিনিটে। ডিমাপুর থেকে ইমফলের উদ্দেশ্যে ৯.২০-তে ফের যাত্রা শুরু করবে। বিমানটির ইমফলে পৌঁছানোর সময় ১০.১০। উড়ান ৯ আই ৭৪২ ইমফল থেকে ১০.৩৫-এ যাত্রা শুরু করবে। এই বিমান ডিমাপুরে সকাল ১১.২৫এ পৌঁছে ১১.৫০ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে। বেলা ১২.৪৫-এ বিমানটি গুয়াহাটিতে পৌঁছাবে।

 

 

SSS/CB/NS

  



(Release ID: 1595551) Visitor Counter : 60


Read this release in: English