প্রধানমন্ত্রীরদপ্তর

রিয়াধে সৌদি-আরবের যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 30 OCT 2019 1:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০১৯

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সৌদি-আরবের রিয়াধে সেদেশের যুবরাজ আব্দুলআজিজ বিন সলমন আল সাউদের সঙ্গে সাক্ষাৎ করেনভারত ও সৌদি আরবের মধ্যে মৈত্রীপূর্ণ সম্পর্কে আরও প্রাণশক্তি সঞ্চারের লক্ষ্যে দুই নেতার মধ্যে শক্তি ক্ষেত্র সম্পর্কিত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কে শক্তিক্ষেত্র এক গুরুত্বপূর্ণ স্তম্ভ।

 

 

CG/BD/NS


(Release ID: 1589533) Visitor Counter : 69


Read this release in: English