নির্বাচনকমিশন
আম্বালার ব্যয় পর্যবেক্ষককে বদলি করল নির্বাচন কমিশন
Posted On:
18 OCT 2019 6:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০১৯
চলতি হরিয়ানা নির্বাচনে ব্যয় পর্যবেক্ষকদের কাজকর্ম পর্যালোচনার পর ভারতের নির্বাচন কমিশন আম্বালার ব্যয় পর্যবেক্ষককে বদলি করেছে। সৎ উপায়ে সংশ্লিষ্ট আইনগুলি রূপায়ণ না করার জন্য এবং ঐ পর্যবেক্ষকের বিভিন্ন কাজকর্মে সন্তুষ্টা না হওয়ার দরুণ তাঁকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আম্বালার নতুন ব্যয় পর্যবেক্ষক হচ্ছেন শ্রী রীতেশ পারমার। তিনি আজ থেকেই দায়িত্বভার গ্রহণ করলেন।
CG/BD/SB
(Release ID: 1588484)
Visitor Counter : 116