প্রতিরক্ষামন্ত্রক

ডিআরডিও প্রযুক্তি হস্তান্তরের ৩০টি চুক্তি স্বাক্ষর করেছে

Posted On: 18 OCT 2019 5:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০১৯

 

 

 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ‘ভাইব্র্যান্ট গোয়া গ্লোবাল এক্সপো অ্যান্ড সামিট, ২০১৯’-এ ১৬টি ভারতীয় সংস্থার সঙ্গে প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত ৩০টি চুক্তি স্বাক্ষর করেছে। এই ১৬টি সংস্থার মধ্যে তিনটি নতুন উদ্যোগ। গোয়া বিশ্ববিদ্যালয়ের তালেইগাঁও-তে ১৭-১৯শে অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 

ডিআরডিও সেনাবাহিনীর জন্য বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে যেগুলি প্রতিরক্ষা শিল্পে ব্যবহার করা হয়। ডিআরডিও থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই সংস্থাগুলি ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি খাদ্য উৎপাদন করবে এবং তা সরবরাহ করবে। এই খাদ্য সেনাবাহিনীর সদস্যরা দুর্গম অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়ায় থাকার সময় ব্যবহার করতে পারবেন। এই খাদ্যে প্রচুর পুষ্টি রয়েছে এবং এগুলি দীর্ঘদিন ব্যবহার করা যাবে। ডিআরডিও-র উদ্ভাবিত এই প্রযুক্তি সমাজের বিপুল অংশের চাহিদাও মেটাবে।

 

‘ভাইব্যান্ট গোয়া’ সম্মেলনে ডিআরডিও-র বিজ্ঞানীদের সঙ্গে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত গতকাল এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে গোয়া সরকার এবং ডিআরডিও-র উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।   

 

 

CG/CB/DM


(Release ID: 1588478)
Read this release in: English