প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউএনসিসিডি-র সিওপি১৪ সম্মেলনে আগামীকাল ভাষণ দেবেন


ভারত চীনের থেকে সিওপি-র সভাপতির দায়িত্ব দু বছরের জন্য গ্রহণ করেছে

Posted On: 09 SEP 2019 6:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০১৯

 

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরুকরণ প্রতিহত করার লক্ষ্যে রাষ্ট্রসঙ্ঘের সম্মেলন (ইউএনসিসিডি)চর্তুদশ কনফারেন্স অফ পার্টিজ (সিওপি১৪)তে আগামীকাল ভাষণ দেবেনউচ্চপর্যায়ের এই সম্মেলনটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হচ্ছে।

 

এই সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত চীনের কচ্ছ থেকেদু বছরের জন্য সিওপি-র সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জমি ব্যবস্হাপনা সহ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এই প্রসঙ্গে উল্লেখ করা ভাল যে ভারত সিওপি-র জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য এবং জমি ব্যবস্হাপনা- সবকটি সম্মেলনেরই আয়োজন করার সম্মান অর্জন করল।

 

এই সম্মেলনে মন্ত্রী এবং সরকারি প্রতিনিধি, অসরকারি এবং আন্তঃসরকারি সংগঠনগুলির সদস্য, বিজ্ঞানী, মহিলা এবং যুব সম্প্রদায়ের প্রায় ৭ হাজার ২০০ জন অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ব জুড়ে ভূমির ব্যবহার সংক্রান্ত বিভিন্ন নীতি-নির্দেশিকা রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৩০টি সিদ্ধান্ত নেওয়া হবে। এরমধ্যে রয়েছে বাধ্য হয়ে উদ্বাস্তু হওয়া, বালি এবং ধূলিঝড় ও খরার মতো বিভিন্ন সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করা। 

 

 

 

CG/CB/NS



(Release ID: 1584577) Visitor Counter : 78


Read this release in: English