কেন্দ্রীয়মন্ত্রিসভা

আইডিবিআই ব্যাঙ্ককে মূলধন যোগানোর প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 03 SEP 2019 5:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০১৯

 

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আইডিবিআই ব্যাঙ্ককে ৪,৫৫৭ কোটি টাকা মূলধন যোগানের প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ঐ ব্যাঙ্কের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সাহায্য করবে এবং ব্যাঙ্কটিকে লাভজনক করে তোলার পাশাপাশি স্বাভাবিক ঋণদাতা প্রতিষ্ঠান হয়ে উঠতেও সাহায্য করবে। এমনকি, উপযুক্ত সময়ে ব্যাঙ্কটির বিনিয়োগের ব্যাপারেও সরকারের কাছে অনেকগুলি বিকল্প থাকবে।

 

ব্যাঙ্কের পরম্পরা বজায় রাখার সঙ্গে যুক্ত বিষয়গুলির সমাধানে এককালীন মূলধন যোগানো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল। ইতিমধ্যেই এই ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ ২০১৮-র জুন মাসে ১৮.৮ শতাংশ থেকে ২০১৯-এর জুনে কমে দাঁড়িয়েছে ৮ শতাংশে। এই ব্যাঙ্কটির মূলধন আসবে এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে। বর্তমানে এই ব্যাঙ্কের ৮১ শতাংশ শেয়ার রয়েছে ভারতীয় জীবন বিমা নিগমের (এলআইসি) কাছে। সরকারের শেয়ারের পরিমাণ ৪৬.৪৬ শতাংশ। এই ব্যাঙ্কটির মোট ৯,৩০০ কোটি টাকার মূলধন যোগানের মধ্যে এলআইসি-র পক্ষ থেকে দেওয়া হবে ৫১ শতাংশ বা ৪,৭৪৩ কোটি টাকা। অবশিষ্ট ৪৯ শতাংশ, অর্থাৎ ৪,৫৫৭ কোটি টাকা সরকারের পক্ষ থেকে এককালীন সাহায্য হিসেবে দেওয়া হবে।

 

এই মূলধন যোগান দেওয়ার পর আশা করা হচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়িয়ে নিজস্ব মূলধন আরও বাড়াবে এবং আগামী বছরের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের দ্রুত সংশোধনমূলক কর্মপরিকল্পনা সংক্রান্ত কাঠামো থেকে বেরিয়ে আসতে পারবে।

 

উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৮-র অগাস্টে আইডিবিআই ব্যাঙ্কের ৫১ শতাংশ শেয়ার এলআইসি-র অধিগ্রহণে অনুমতি দেয়। বর্তমানে সরকারের শেয়ারের পরিমাণ ৪৬.৪৬ শতাংশ। বিগত এক বছরে ব্যাঙ্কের আর্থিক মাপকাঠিতে লক্ষ্যণীয় অগ্রগতি ঘটেছে। অনুৎপাদক সম্পদ হ্রাস পাওয়ার পাশাপাশি, ‘প্রভিশন কভারেজ রেশিও’তে উন্নতি ঘটেছে। সিআরএআর ব্যবস্থাতেও অগ্রগতি হয়েছে। এলআইসি-র সঙ্গে ব্যাঙ্কটির সংযুক্তিকরণের ফলে ২০২০ অর্থবর্ষ থেকে ৫০০ কোটি টাকা রাজস্ব এবং ২০২১ অর্থবর্ষ থেকে ১ হাজার কোটি টাকা রাজস্বের পরিকল্পনা রয়েছে।

 

 

 

CG/BD/DM



(Release ID: 1583981) Visitor Counter : 83


Read this release in: English