রাষ্ট্রপতিরসচিবালয়

গণেশ চতুর্থী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা জ্ঞাপন

Posted On: 02 SEP 2019 5:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০১৯

 

 

 

রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ গণেশ চতুর্থী উপলক্ষে তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন,

“পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে দেশ-বিদেশের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।

ভগবান গণেশের জন্মতিথিকে স্মরণ করে গণেশ চতুর্থী উদযাপিত হয়। ভগবান গণেশ হলেন - জ্ঞান, বিদ্যা এবং সমৃদ্ধির প্রতীক। এই উৎসব আমাদের জাতীয় উন্নয়ন এবং সমাজের সকল স্তরে কল্যাণ-সাধন করে।

আসুন, আমরা চিরাচরিত ঐতিহ্য ও উদ্দীপনায় এই উৎসব পালন করি”।

 

 

 

CG/CB/SB


(Release ID: 1583878)
Read this release in: English