রাষ্ট্রপতিরসচিবালয়

চার দেশের রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন

Posted On: 28 AUG 2019 3:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০১৯

 

 

 

ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের কাছে চার দেশের রাষ্ট্রদূত তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। এঁরা হলেন :

1.  দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার মিঃ জোয়েল সিবুসিসো দিবেলে

2.  চিনের রাষ্ট্রদূত মিঃ সুন উইডং

3.  সোমালিয়ার রাষ্ট্রদূত মিসেস ফাদুমা আব্দুল্লাহি মহামুদ

4.  গ্রিসের রাষ্ট্রদূত মিঃ ডায়োনিসিওস কেভেটোস

 

 

 

CG/BD/DM


(Release ID: 1583234) Visitor Counter : 133
Read this release in: English