স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জাতীয় ডিজিটাল স্বাস্হ্য সংক্রান্ত ব্লুপ্রিন্ট প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলাপ-আলোচনার আমন্ত্রণ জানালো স্বাস্হ্যমন্ত্রক
Posted On:
01 AUG 2019 10:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০১৯
কেন্দ্রীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় ডিজিটাল স্বাস্হ্য সংক্রান্ত ব্লুপ্রিন্ট প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলাপ-আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই প্রেক্ষিতে আগামী ৬ই আগস্ট বেলা সাড়ে ১০টায় নতুন দিল্লীর রফি মার্গ এলাকায় কনস্টিটিউন ক্লাব অফ ইন্ডিয়ার স্পিকার হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জাতীয় স্বাস্হ্য নীতি ২০১৭র উদ্দেশ্যগুলি পূরণের লক্ষ্যে স্বাস্হ্য মন্ত্রক এই নীতি রূপায়ণের উপযুক্ত কাঠামো গড়ে তুলতে একটি কমিটি গঠন করে। ডিজিটাল প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে বিশ্বের সেরা পন্হা পদ্ধতিগুলি নিয়ে সমীক্ষার পর জাতীয় ডিজিটাল স্বাস্হ্য ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। উল্লেখ করা যেতে পারে গত ১৫ই জুলাই ডিজিটাল স্বাস্হ্য পরিকল্পনা বিষয়ক এই প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হয়। এই প্রতিবেদনটি https://mohfw.gov.in/newshighlights/national-digital-health-blueprint-report-public-comments লিঙ্কে দেওয়া রয়েছে।
আগ্রহী সংশ্লিষ্ট সকল পক্ষকে এই সভায় অংশগ্রহণের জন্য উপরোক্ত ঠিকানায় বেলা ১০টার আগে নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হচ্ছে।
CG/BD/NS
(Release ID: 1581096)