কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় তালিকায় থাকা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে আরও শ্রেণী বিভাজনের বিষয়গুলি খতিয়ে দেখতে সংবিধানের ৩৪০ নম্বর ধারা অনুযায়ী গঠিত কমিশনের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে মন্ত্রিসভার সায়

प्रविष्टि तिथि: 31 JUL 2019 6:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০১৯

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় তালিকায় থাকা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে আরও শ্রেণী বিভাজনের বিষয়গুলি খতিয়ে দেখতে সংবিধানের ৩৪০ নম্বর ধারা অনুযায়ী গঠিত কমিশনের কার্যকালের মেয়াদ ২০১৯ – এর ৩১শে জুলাই থেকে আরও ছয় মাস বাড়িয়ে ২০২০’র ৩১শে জানুয়ারি পর্যন্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। কমিশনের কার্যকালের এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে আরও শ্রেণী বিভাজনের বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ যেমন মিলবে, তেমনই এক সুসংবদ্ধ রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রেও পর্যাপ্ত সময় পাওয়া যাবে।

 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1580931) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English