ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

এনসিআইসি এবং সিএসসি-র মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 12 JUL 2019 10:59AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুলাই, ২০১৯

 

 

অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রকে আরও উৎসাহিত করতে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন (এনএসআইসি) এবং কমন সার্ভিসেস সেন্টারের (সিএসসি) মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে চলতি বছরের ২২শে জুন। সমঝোতা অনুযায়ী, এনএসআইসি পোর্টালের (www.msmemart.com) মাধ্যমে সিএসসি-র সুযোগ অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলি পাবে। প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা করে এনএসআইসি সিএসসিগুলিকে দেবে।

 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

 

 

CG/SS/DM



(Release ID: 1578454) Visitor Counter : 83


Read this release in: English