প্রতিরক্ষামন্ত্রক

অশোক চক্র প্রদানের নীতি-নির্দেশিকা

Posted On: 10 JUL 2019 4:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুলাই, ২০১৯

 

 

অশোক চক্র প্রদানের ক্ষেত্রে বেশ কিছু নীতি-নির্দেশিকাগুলি মেনে চলা হয়। এগুলি হল যথাক্রমে :

·        শত্রুকে প্রতিহত করার জন্য সাহসিকতার সর্বোচ্চ নিদর্শন অথবা সাহসী পদক্ষেপ, নির্ভীকতা প্রদর্শন ও আত্মবলিদানের জন্য অশোক চক্র প্রদান করা হবে।

·        অশোক চক্র পাওয়ার যোগ্য ব্যক্তিরা হবেন :

 

Ø সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমানবাহিনী, কেন্দ্রীয় বাহিনী, টেরিটোরিয়াল আর্মি, আইন অনুযায়ী গঠিত মিলিশিয়া সহ যে কোন বাহিনীর আধিকারিক ছাড়াও পুরুষ, মহিলা নির্বিশেষে সর্বস্তরের কর্মী।

Ø সেনাবাহিনীর নার্সিং বিভাগের সদস্যরা।

Ø কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী, রেল সুরক্ষা বাহিনী, পুলিশবাহিনীর সদস্যরা সহ সমাজের সর্বস্তরের পুরুষ, মহিলা নির্বিশেষে সাধারণ নাগরিক।

 

বিগত পাঁচ বছরে যাঁদেরকে অশোক চক্র প্রদান করা হয়েছে তাঁদের তালিকা :

 

সাল *

যাঁদের অশোক চক্র প্রদান করা হয়েছে

২০১৪

মেজর মুকুন্দ বরদারাজন, রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর ৪৪তম ব্যাটেলিয়নের রাজপুত রেজিমেন্টের সদস্য (মরণোত্তর)

২০১৫

নায়েক নীরজ কুমার সিং, রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর ৫৭তম ব্যাটেলিয়নের রাজপুতানা রাইফেল্‌স-এর সদস্য (মরণোত্তর)

২০১৬

১) লান্স নায়েক মোহননাথ গোস্বামী, প্যারাস্যুট রেজিমেন্টের বিশেষ বাহিনীর নবম ব্যাটেলিয়নের সদস্য (মরণোত্তর)

২) হাবিলদার হ্যাংপান দাদা, রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর আসাম রেজিমেন্টের ৩৫তম ব্যাটেলিয়নের সদস্য (মরণোত্তর)

২০১৭

কেউ পাননি।

২০১৮

কর্পোরাল জ্যোতি প্রকাশ নিরালা, ভারতীয় বায়ুসেনা (নিরাপত্তা)-র সদস্য (মরণোত্তর)

২০১৯

লান্স নায়েক নাজির আহমেদ ওয়ানি, রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ৩৪তম ব্যাটালিয়নের সদস্য (মরণোত্তর)

 

*অশোক চক্র প্রদানের বছর

 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ নায়েক।

 

 

CG/CB/DM



(Release ID: 1578135) Visitor Counter : 104


Read this release in: English