কেন্দ্রীয়মন্ত্রিসভা
                
                
                
                
                
                
                    
                    
                        ভারত ও মরক্কোর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                03 JUL 2019 6:03PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ০৩ জুলাই, ২০১৯
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত ও মরক্কোর মধ্যে পারস্পরিকভাবে আইনি ও বিচার সংক্রান্ত সহযোগিতা বাড়াতে দু’দেশের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরের বিষয়টি অনুমোদন করেছে।
 
এর ফলে, ভারত ও মরক্কোর মধ্যে আইনি বা বিচার সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়বে। এছাড়া, এই মউ স্বাক্ষরের ফলে পরিকাঠামো এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও দু’দেশের মধ্যে জ্ঞানের আদান-প্রদান বাড়বে। 
 
 
CG/SSS/SB
                
                
                
                
                
                (Release ID: 1576918)
                Visitor Counter : 133