শিল্পওবাণিজ্যমন্ত্রক

পীযূষ গোয়েল বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন

प्रविष्टि तिथि: 31 MAY 2019 9:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০১৯

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প এবং রেল মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ বিকেলে বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী সুরেশ প্রভু।

 

এই উপলক্ষে শ্রী গোয়েল বলেন, সুরেশ প্রভুর মতো দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্বের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে তিনি অত্যন্ত আনন্দিত। এই মন্ত্রককে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি তাঁর চেষ্টা অব্যাহত রাখবেন। শ্রী গোয়েল আরও জানান, ভারতের বাণিজ্য ও শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত বিষয় তিনি আন্তরিকতার সঙ্গে খতিয়ে দেখবেন এবং এই সমস্যাগুলির দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

 

 

SSS/BD/SB


(रिलीज़ आईडी: 1573037) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English