প্রতিরক্ষামন্ত্রক

ডিআরডিও সফলভাবে ‘অভয়াস’ – এর পরীক্ষা চালালো

Posted On: 14 MAY 2019 6:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০১৯

 

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) গতকাল ওডিশার চাঁদিপুরে ‘অভয়াস’ – এর সফলভাবে পরীক্ষা চালিয়েছেমহাকাশে উচ্চ গতিতে সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ‘অভয়াস’। এই পরীক্ষা চালানো হয় বিভিন্ন র‍্যাডার্স ও ইলেক্ট্রো অপটিক সিস্টেম এবং স্বয়ংক্রিয় নেভিগেশনের মাধ্যমে।

 

‘অভয়াস’ – এর নক্‌শা তৈরি করা হয়েছে ছোট ইঞ্জিন ও দেশীয় পদ্ধতিতে। এটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে মহাকাশে খুব সহজে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

 

 

CG/SS/SB



(Release ID: 1572017) Visitor Counter : 144


Read this release in: English