নির্বাচনকমিশন

তৃতীয় দফার সাধারণ নির্বাচন আগামীকাল ২৩শে এপ্রিল

Posted On: 22 APR 2019 6:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০১৯

 

আসন্ন লোকসভা নির্বাচনে ১৪টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৬টি আসনে তৃতীয় দফার ভোট নেওয়া হবে আগামীকাল ২৩শে এপ্রিল। এই দফায় ১,৬৪০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৮ কোটি ৮৫ লক্ষেরও বেশি ভোটার। ২ লক্ষ ১০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে এই পর্বে।

 

তৃতীয় দফার ভোটের সংসদীয় কেন্দ্র

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

সংসদীয় কেন্দ্রের সংখ্যা

ভোটদাতার সংখ্যা

পুরুষ ভোটারের সংখ্যা

মহিলা ভোটারের সংখ্যা

তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা

ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা

আসাম

৭৪৭৭০৬২

৩৮১৫৩৩৫

৩৬৬১৫৭০

১৫৭

৫৪

৯৫৭৭

বিহার

৮৯০৯২৬৩

৪৬৫৫৩০৬

৪২৪৪২৮৪

২২৫

৮২

৯০৭৬

ছত্তিশগড়

১২৭১৩৮১৬

৬৪১৬২৫২

৬২৯৬৯৯

৫৭২

১২৩

১৫৪০৮

গোয়া

১১৩৫৮১১

৫৫৫৭৬৮

৫৮০০৪৩

১২

১৬৫২

গুজরাট

২৬

৪৫১২৫৬৮০

২৩৪২৮১১৯

২১৬৯৬৫৭১

৯৯০

৩৭১

৫১৭০৯

জম্মু-কাশ্মীর *

১ *

৫২৭১৫৪

২৬৯৬০৩

২৫৭৫৪০

১১

১৮

৭১৪

কর্ণাটক

১৪

২৩৯৬৮৯০৫

১২১০৩৭৪২

১১৮৬৩২০৪

১৯৫৯

২৩৭

২৭৭৭৬

কেরল

২০

২৬১৫১৫৩৪

১২৬৮৪৮৩৯

১৩৪৬৬৫২১

১৭৪

২২৭

২৪৯৭০

মহারাষ্ট্র

১৪

২৫৭৮৯৭৩৮

১৩৩১৯০১০

১২৪৭০০৭৬

৬৫২

২৪৯

২৮৬৯১

ওড়িশা

৯২৫৬৯২২

৪৭৯৯০৩০

৪৪৫৬৭২৯

১১৬৩

৬১

১০৪৬৪

ত্রিপুরা #

১২৫৭৯৪৪

৬৩৭৬৪৯

৬২০২৯১

১০

১৬৪৫

উত্তরপ্রদেশ

১০

১৭৮১০৯৪৬

৯৬২০৬৪৪

৮১৮৯৩৭৮

৯২৪

১২০

২০১২০

পশ্চিমবঙ্গ

৮০২৩৮৪৬

৪১০৬০১০

৩৯১৭৬২৪

২১২

৬১

৮৫২৮

দাদরা ও নগর হাভেলি

২৪০৮৫৮

১২৭৬২৮

১১৩২৩০

১১

২৮৮

দমন ও দিউ

১১৯৬৭৭

৫৯৯৭৭

৫৯৭০০

১৫২

মোট

১১৬

১৮৮৫০৯১৫৬

৯৬৫৯৮৯১২

৮৬২২৬৪৬০

৭০৪৩

১৬৪০

২১০৭৭০

তৃতীয় দফায় মোট রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল

১৬

 

* দেশের মধ্যে একমাত্র জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফায় ভোট নেওয়া হবে। অনন্তনাগ লোকসভা কেন্দ্রে চারটি জেলা রয়েছে – অনন্তনাগ, কুলগাঁও, সোপিয়ান এবং পুলওয়ামা। এখানে আগামীকাল ২৩শে এপ্রিল অনন্তনাগ জেলার ভোটগ্রহণের তথ্যই দেওয়া হয়েছে। অনন্তনাগ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে হওয়ায় পূর্ণ তথ্য এখানে দেওয়া নেই।

 

# ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ দ্বিতীয় পর্যায়ে বাতিল হওয়ায় এই পর্যায়ে নির্বাচন হচ্ছে

 

 

CG/SS/DM


(Release ID: 1571024) Visitor Counter : 194
Read this release in: English