প্রতিরক্ষামন্ত্রক

“ভার্চুয়াল রিয়েলিটি সেন্টার”-এর মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ নির্মাণ

Posted On: 12 APR 2019 6:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০১৯

 

নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা আজ নৌ-বাহিনী জাহাজের নকশা তৈরি বিষয়ক ডাইরেক্টরেট অফ ন্যাভাল ডিজাইনের (সার্ফেস শিপ গ্রুপ) অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন “ভার্চুয়াল রিয়েলিটি সেন্টার”-এর উদ্বোধন করলেন। দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে ভারতীয় নৌ-সেনার ক্ষমতা বৃদ্ধিতে এবং ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির বাস্তবায়নে এই কেন্দ্র সহায়ক হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডমিরাল লানবা নির্দেশালয়ের কর্মীদের নিরলস প্রচেষ্টা, দূরদৃষ্টি এবং উদ্যোগের প্রশংসা করেন। এই প্রকল্পে যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে জাহাজ ব্যবহারকারী এবং নকশা নির্মাতাদের মধ্যে নিরন্তর মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

 

ন্যাভাল ডিজাইনের নির্দেশালয় (সার্ফেস শিপ গ্রুপ) ১৯৬০ সালে তার যাত্রা শুরু করেছিল। তখন থেকে ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজের নকশা এবং তার নির্মাণের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির প্রয়োগে এই নির্দেশালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ পর্যন্ত এখান থেকে ১৯টি যুদ্ধ জাহাজের নকশা সফলভাবে বাস্তবায়িত হয়েছে যেখানে ৯০টিরও বেশি প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হয়েছে।

 

 

CG/CB/DM


(Release ID: 1570526) Visitor Counter : 224


Read this release in: English