রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতির রাম নবমীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 12 APR 2019 6:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০১৯

 

ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ রাম নবমীর প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় বলেছেন, “রাম নবমী উপলক্ষে আমি সমস্ত সহ-নাগরিকদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মর্যাদা পুরুষোত্তম রামের জীবন আমাদের তাঁর পদাঙ্ক অনুসরণ করে চিন্তাভাবনা এবং কাজের ক্ষেত্রে মহত্ব অর্জনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। আসুন, এক সমৃদ্ধ জাতি এবং সম্প্রীতিপূর্ণ বিশ্বের লক্ষ্যে আমরা তাঁর মূল্যবোধগুলি গ্রহণ করি”।

 

 

CG/PB/SB


(रिलीज़ आईडी: 1570523) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English