প্রতিরক্ষামন্ত্রক

ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস মগরের মোজাম্বিক যাত্রা

प्रविष्टि तिथि: 28 MAR 2019 5:38PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০১৯

 

ঘূর্ণিঝড় বিধ্বস্ত মোজাম্বিকের বিভিন্ন এলাকায় ত্রাণ সাহায্যের জন্য জল-স্থলে যুদ্ধে ব্যবহৃত ভেসেল আইএনএস মগর মুম্বাই থেকে মোজাম্বিকের পোর্ট বেইরা-র উদ্দেশে রওনা দিয়েছে।

 

এই জাহাজে ৩০০ টন ত্রাণসামগ্রী রয়েছে যার মধ্যে প্রয়োজনীয় ওষুধ, মহামারী রোধক ওষুধ, খাদ্যসামগ্রী, জামা-কাপড়, পুনর্বাসন সামগ্রী এবং অস্থায়ী ত্রাণ শিবির সামগ্রী। একইসঙ্গে, এই জাহাজে করে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য হালকা বহন ক্ষমতাসম্পন্ন চেতক হেলিকপ্টারও নিয়ে যাওয়া হয়েছে।

 

ত্রাণসামগ্রী সম্বলিত এই জাহাজটি পোর্ট বেইরায় পৌঁছলে এটি হবে ভারতীয় নৌ-বাহিনীর চতুর্থ জাহাজ। এর আগে, ভারতীয় নৌ-বাহিনীর ১ নং ট্রেনিং স্কোয়াড্রনের আইএনএস সুজাতা, সার্দুল এবং সারথি জাহাজগুলিকে মোজাম্বিকে ত্রাণ ও উদ্ধার কাজে সাহায্যের জন্য পাঠানো হয়।

 

 

CG/SS/DM


(रिलीज़ आईडी: 1569792) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English