অর্থমন্ত্রক

আগামী পাঁচ বছরে এক লক্ষ গ্রামকে ডিজিটাল গ্রাম হিসাবে গড়ে তোলা হবে


অর্ধ শতাব্দী আগে ব্যাঙ্কগুলির জাতীয়করণের পর জন ধন – আধার – মোবাইল এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে

Posted On: 02 FEB 2019 2:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০১৯

 

মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বের এক অগ্রণী দেশ হিসাবে উঠে আসছেসরকার এখন প্রত্যন্ত ও গ্রামীণ এলাকাগুলিতেও মোবাইল ডেটার ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেসংসদে শুক্রবার ২০১৯ – ২০’র অন্তর্বর্তী বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেন, সরকার আগামী পাঁচ বছরে এক লক্ষ গ্রামকে ডিজিটাল গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেগ্রামাঞ্চলে অভিন্ন পরিষেবা প্রদান কেন্দ্রগুলির সম্প্রসারণ ঘটিয়ে ডিজিটাল গ্রামের লক্ষ্য পূরণ করা হবে

অভিন্ন পরিষেবা প্রদান কেন্দ্রগুলির সংখ্যা ও পরিষেবা ক্রমশ বাড়ছেএর ফলে, গ্রামগুলিতে ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠছেযোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে গ্রামগুলিকে ডিজিটাল গ্রামে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে শ্রী গোয়েল জানানতিনি আরও বলেন, ৩ লক্ষের বেশি অভিন্ন পরিষেবা প্রদান কেন্দ্রগুলিতে প্রায় ১২ লক্ষ কর্মী রয়েছেন, যাঁরা সাধারণ মানুষকে ডিজিটাল উপায়ে একাধিক পরিষেবা প্রদান করছেন

শ্রী গোয়েল আরও জানান, সারা বিশ্বের মধ্যে সম্ভবত ভারতেই মোবাইল মাশুল সবচেয়ে কমএমনকি, মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভারতকে এখন বিশ্বের অগ্রণী দেশ হিসাবে বিবেচনা করা হচ্ছেবিগত পাঁচ বছরে দেশে মোবাইল ডেটার ব্যবহার মাসিক ৫০ গুণ বেড়েছেশুধু তাই নয়, মোবাইল ডেটা ব্যবহার ও ফোনে কথা বলার ক্ষেত্রে খরচ সম্ভবত ভারতেই সবচেয়ে কমমেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ভারত এখন মোবাইল ফোন তৈরির ক্ষেত্রে এক উদীয় মান গন্তব্য হয়ে উঠেছেএই কর্মসূচির মাধ্যমে মোবাইল ফোন ও সাজসরঞ্জাম উৎপাদনকারী সংস্থার সংখ্যা মাত্র ২ থেকে বেড়ে ২৬৮ হয়েছেএকই সঙ্গে, বিপুল কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে

 

 

 

2

 

 

অর্থমন্ত্রী জন ধন – আধার – মোবাইল এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থাকে পরিবর্তনের মূল চাবিকাঠি হিসাবে বর্ণনা করে বলেন, ৫০ বছর আগে ব্যাঙ্কগুলির জাতীয়করণ হলেও, দেশের এক বিপুল সংখ্যক মানুষ সাধারণ ব্যাঙ্কিং ব্যবস্থার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেনএজন্য এই বিপুল সংখ্যক মানুষ অর্থনীতির মূল ধারার বাইরেই থেকে যানবিগত পাঁচ বছরে প্রায় ৩৪ কোটি জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলেও তিনি জানানআধারের ফলে বৈধ সুবিধাভোগীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া যাচ্ছেপ্রায় সমস্ত ক্ষেত্রেই আধারের ব্যবহার চালু হয়েছে, যার দরুণ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেনএই ব্যবস্থা চালু হওয়ার ফলে মধ্যস্বত্ত্বভোগীদের প্রভাব হ্রাস পেয়েছে

বিপুল কর্মসংস্থানের দিক থেকে ভারতীয় বিনোদন শিল্পের গুরুত্বের কথা বিবেচনায় রেখে অর্থমন্ত্রী জানান, এখন থেকে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারাও দৃশ্যায়নের জন্য একক জানালা অনুমোদন ব্যবস্থার সুবিধা পাবেনআগে এই সুবিধা কেবল বিদেশি চলচিত্র নির্মাতাদের জন্যই সীমিত ছিলতিনি চলচ্চিত্র নির্মাণ ও তার পাইরেসি বা চুরি রোধে একাধিক ব্যবস্থার কথাও ঘোষণা করে জানান, পাইরেসি দমনে সিনেমাটোগ্রাফ আইনে অ্যান্টি-ক্যামকোর্ডিং সংক্রান্ত বিধি চালু করা হবে

 

CG/BD/SB



(Release ID: 1562409) Visitor Counter : 167


Read this release in: English