সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবার্ষিকী উপলক্ষে গাড়ি র্যালির উদ্বোধন
জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনা র্যালির মাধ্যমে পালন করা হবে
Posted On:
30 JAN 2019 7:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি, ২০১৯
মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবার্ষিকী উপলক্ষে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক একটি মোটর র্যালির আয়োজন করছে।গান্ধীজির জীবনের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের কলকাতা ও শান্তিনিকেতন সহ ভারত ও মায়ানমারের একাধিক ঐতিহাসিক স্থান ছুঁয়ে এই র্যালি তার যাত্রা সম্পূর্ণ করবে। এই র্যালির মাধ্যমে গান্ধীজির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবহুল স্থানগুলির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক প্রচারও করা হবে।সারা ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতাবার্ষিকী উদযাপনের উদ্যোগ কেন্দ্রীয় সরকার গত বছরের দোসরা অক্টোবর থেকে চালু করেছে।এই র্যালি সেই কর্মসূচিরই একটি অংশ।
দিলির রাজঘাট থেকে চৌঠা ফেব্রুয়ারি এই মোটর র্যালির যাত্রা শুরু হবে।সেদিনই আবার জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনানুষ্ঠান পালন করা হবে।র্যালির গাড়িগুলি ভারতের মধ্যে সাবরমতি, পোরবন্দর, ডান্ডি, ইয়ারওয়াড়া, সেবাগ্রাম, জব্বলপুর, লক্ষ্ণৌ, গোরখপুর, চৌরি-চৌরা, চম্পারণ, শান্তিনিকেতন ও কলকাতা অতিক্রম করে বাংলাদেশের ঢাকার দিকে এগোবে।২৪শে ফেব্রুয়ারি মায়ানমারের ইয়াংগনে পৌঁছে র্যালি সমাপ্ত হবে।ইয়াংগন পর্যন্ত ৭,২৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই র্যালি।
এই র্যালির কিছু আকর্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে রো-রো ভেসেলে খামবাত উপসাগর অতিক্রম করা।অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে বিদেশ মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক ও অন্যান্যরা।বিভিন্ন রাজ্যের একাধিক স্থান পেরোনোর সময় স্বাগত অনুষ্ঠান, ফ্ল্যাগিং-অফ অনুষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে আদান-প্রদানও সম্পন্ন হবে।
এই কর্মসূচির লক্ষ্য র্যালির যাত্রাপথে মহাত্মা গান্ধীর মূল্যবোধগুলির বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। বাংলাদেশ ও মায়ানমারে ভারতমাতার মহান সন্তানদের স্মরণ করে ‘শান্তির চালিকাশক্তি’হয়ে উঠবে এই র্যালি।সড়কে নিরাপদভাবে গাড়ি চালানোর বার্তার প্রচার এবং প্রসারও হবে।
CG/SC/DM
(Release ID: 1561985)