স্বরাষ্ট্র মন্ত্রক
স্বাধীনতা দিবসের পুলিশ পদকে সম্মানিত পশ্চিমবঙ্গের ২৪ জন পুলিশকর্মী
Posted On:
14 AUG 2018 7:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ আগস্ট, ২০১৮
এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ পদকে সম্মানিত করা হয়েছে ৯৪২ জন পুলিশকর্মীকে। সাহসিকতার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদকে পুরস্কৃত হয়েছেন দু’জন, সাহসিকতার জন্য পুলিশ পদকে ১৭৭ জন এবং বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন ৮৮ জন কর্মী। অন্যদিকে, কর্মরত অবস্থায় বিশেষ মেধার স্বীকৃতিতে পুরস্কৃত করা হয়েছে ৬৭৫ জন পুলিশকর্মীকে। পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত হয়েছেন দু’জন কর্মী এবং কাজে মেধা ও বুদ্ধির পরিচয় দেওয়ার জন্য পুলিশ পদকে পুরস্কৃত হয়েছেন ২২ জন কর্মী।
এ সম্পর্কিত বিশদ ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://pibphoto.nic.in/documents/rlink/2017/aug/p201781401.pdf; http://pibphoto.nic.in/documents/rlink/2017/aug/p201781402.pdf; http://pibphoto.nic.in/documents/rlink/2017/aug/p201781403.pdf;
CG/SKD/DM/….
(Release ID: 1543067)
Visitor Counter : 83