প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আগামীকাল (৭ জুলাই) রাজস্হান সফর করবেন

Posted On: 06 JUL 2018 5:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ জুলাই, ২০১৮

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (৭ জুলাই) রাজস্হানের জয়পুর সফরে যাবেন।

সেখানে এক বড় জনসভায় প্রধানমন্ত্রী অডিও-ভিস্যুয়াল ব্যবস্হার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও রাজস্হান সরকারের বিভিন্ন প্রকল্পের ১২জন সুবিধাভোগীর অভিজ্ঞতার কাহিনী শুনবেন। এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাজস্হানের মুখ্যমন্ত্রী শ্রীমতি বসুন্ধরা রাজে।

এই প্রকল্পগুলি হল :

  • প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা
  • দক্ষ ভারত
  • রাষ্ট্রীয় বাল স্বাস্হ্য কার্যক্রম
  • মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা
  • ভামাসা স্বাস্হ্যবিমা যোজনা
  • মুখ্যমন্ত্রী জল স্ববলম্বন যোজনা
  • শ্রমিক কল্যাণ কার্ড
  • মুখ্যমন্ত্রী পালনহার যোজনা
  • ছাত্র স্কুটি বিতরণ যোজনা
  • দীনদয়াল উপাধ্যায় বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনা

প্রধানমন্ত্রী ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ১৩টি শহরাঞ্চলীয় পরিকাঠমো প্রকল্পেরও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে-

  • পাঁচিল ঘেরা শহর হিসেবে পরিচিত উদয়পুরের জন্য সুসংহত পরিকাঠামো প্যাকেজ
  • আজমেড় শহরের জন্য এলিভেটেড সড়ক প্রকল্প
  • আজমেড়, বিলওয়ারা, বিকানের, হনুমানগড়, সিকার ও মাউন্টাবুতে জল সরবরাহ ও নিকাশী প্রকল্প
  • ঢোলপুর, নাগুর, আলোয়ার ও যোধপুরে বর্জ্য পরিচালনা ইউনিটগুলির মানোন্নয়ন ও সংস্কার
  • বুন্দি, আজমেড় ও বিকানের জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার (শহরাঞ্চলীয়) আওতায় বিভিন্ন কর্মসূচি
  • কোটায় দ্বিতীয় পর্যায়ে দশেরা ময়দান

 

প্রধানমন্ত্রী এক জনসভাতেও ভাষণ দেবেন।

 

CG/BD/NS/…


(Release ID: 1538026) Visitor Counter : 89


Read this release in: English